Blogger Widgets

সহীহ সহজ পদ্ধতিতে কোরআন শিখুন

সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহে ওয়া বরাকাতুহু। সহীহ শুদ্ধ করে কোরআন পাঠ বা শিক্ষা করা প্রতিটি মুসলমান ভাইবোনের জন্য অতিশয় গুরুত্ব পুর্ণ। প্রিয় ভাই-বোনেরা আমরা অনেকেই বিভিন্ন প্রতিকুলতার জন্য শৈশবে কোরআন শিক্ষা করতে পারিনি, যা আজ আমাদের আফসোসের কারণ হয়ে দাড়িয়েছে বা শৈশবে কোরআন শিক্ষা করে থাকলেও তা সহিহ শুদ্ধরুপে শিক্ষা করা হয়নি। আজ সেই সব ভাই-বোনের জন্য নিয়ে এলাম সহীহ-সহজভাবে কোরআন শিক্ষার এক অমুল্য সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি পাবেন যেমন বাংলায় বর্ণনা সহ অডিও উচ্চারণ যা আপনাকে সহীহরুপে কোরআন শিক্ষা অনেকাংশে সহজ করে দিবে। অনুশীলনের জন্য আপনি যে শব্দটিতে ক্লিক করবেন ঠিক সেই শব্দটিরই অডিও শুনতে পারবেন। কোরআন অনুশীলন করার জন্য এর চেয়ে ভাল কোন সফটওয়্যার হবে কিনা তা আমার সন্দেহ আছে। যাহোক আর বক বক না করে কয়েকটি স্ক্রীণশট দেখে নেই।
০১।
http://i.imgur.com/cZDBS.jpg
০২।
http://i.imgur.com/Mka7f.jpg
০৩।
http://i.imgur.com/zCuU3.jpg
০৪।
http://i.imgur.com/VFZj1.jpg
০৫।
http://i.imgur.com/rbLE2.jpg
সফটওয়্যারটি ডাউনলোড করে এক্সট্রা্ক্ট বা আনজিপ করে নিন। তারপর নীচের ছবিতে দেখানো ফাইলটিতে ক্লিক করলেই সফটওয়্যাররটি রান হবে।
http://i.imgur.com/Cnkch.jpg
আগ্রহী ভাই-বোনেরা ডাউনলোড লিন্ক পেতে নীচের এখানে ক্লিক করুন।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls