পাচঁ ওয়াক্ত নামাজের সময় অটোমেটিক
আজান দেবে এই
সফটওয়্যারটি। বাংলাদেশের প্রায় সবগুলো জেলার নামাজের সময় উল্লেখ আছে এটিতে।
মক্কা, মদীনা ও আল-আকসার আজানের পাশাপাশি আজানের দোয়াও আছে। হানাফি
মাযহাবের পাশাপাশি অন্য মাযহাবদেরও মেথোড রয়েছে। কমপিউটার চালুর সময়
`বিসমিল্লাহির রাহমানির রাহিম' শোনাবে।