বর্তমান সময়ে এসে আমরা বড্ড বেশী প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি। একসময় যে
বই হাতে রেখে পড়তাম তাও এখন প্রযুক্তির সহায়তায় ইবুক রূপে পড়ি। তবে মূল বই
পাতা উল্টে পড়ার যে মজা সেটা পাওয়া একটু মুশকিল। তবে বেশ কিছু ইবুক রিডার
ডিভাইসে এনিমেশনের মাধ্যমে এই পাতা উল্টে বই পড়ার মজা নেয়া যায়। কিন্তু
আপনার যদি এই ধরণের ডিভাইস না থাকে এবং পিসিতে ইবুক পাতা উল্টে পড়তে চান
তাহলে। হ্যা সেই সুবিধাই পাওয়া যাবে মার্টভিউ নামের এই সফটওয়্যারে।
মার্টভিউতে আপনি মূলত পিডিএফ ইবুক পড়তে পারবেন (তবে রেগুলার পিডিএফও পড়তে পারবেন)। খুব ধীরে বা দ্রুত পাতা উল্টাতে অথবা ভাঁজ করতে পারবেন। নানা ভাবে স্ক্রল করতে পারবেন।
মার্টভিউ'র সচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা তা হল এটা চোখের জন্য তেন পীড়াদায়ক নয়। আর এটার ফাংশনালিটি দিয়ে বই পড়া ও নড়াচড়া খুব সহজেই নিয়ন্ত্রন করতে পারবেন। এই সফটটা নামানোর পর ও ইনস্টল করার পর নিচের মত দেখাবে।

এটার টপ বার প্রথমে হিডেন থাকে। মাউস উপরে নিলে এটা দেখা যাবে। এতে ফ্লিপ, ভার্টিক্যাল বা হরাইজন্টাল স্লাইড নানা রকম অপশন আছে।

নিচের ছবিতে দেখুন পুরা আসল বই উল্টানোর মত সুবিধা পাওয়া যাচ্ছে।

চাইলে দেখার সুবিধার জন্য থাম্বনেইল অপশন ব্যবহার করতে পারেন।

আপনি চাইলেই কোন একাউন্ট ছাড়াই মার্টভিউ'র ওয়েবসাইটের লাইব্রেরি থকে বই ডাউনলোঢ করতে পারবেন। আবার নিজের ইবুক আপলোডও করতে পারবেন।

আপনি একটু খেয়া করলে দেখবেন বইয়ের মধ্যে ছায়া আছে তাতে মূল বই পড়ার আমেজ পাওয়া যায়।

চমৎকার এই সফটওয়্য়ারটার একটা একিলিস হিল আছে। এটা পিডিএফ,ইপাব ছাড়া আর কোন ফরম্যাট সমর্থন করে না। সবচেয়ে বড় কথা এটা মোটেই মেমরি বান্ধব নয়। প্রচুর মেমোরি ব্যবহার করে। তারপরও এটা ইবুক পড়ার জন্য বিশেষ করে পিসিতে যারা আসল বইয়ের মত পাতা উল্টে বই পড়ার মজা নিতে চান তাদের কাজে আসবে।
মার্টভিউতে আপনি মূলত পিডিএফ ইবুক পড়তে পারবেন (তবে রেগুলার পিডিএফও পড়তে পারবেন)। খুব ধীরে বা দ্রুত পাতা উল্টাতে অথবা ভাঁজ করতে পারবেন। নানা ভাবে স্ক্রল করতে পারবেন।
মার্টভিউ'র সচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা তা হল এটা চোখের জন্য তেন পীড়াদায়ক নয়। আর এটার ফাংশনালিটি দিয়ে বই পড়া ও নড়াচড়া খুব সহজেই নিয়ন্ত্রন করতে পারবেন। এই সফটটা নামানোর পর ও ইনস্টল করার পর নিচের মত দেখাবে।

এটার টপ বার প্রথমে হিডেন থাকে। মাউস উপরে নিলে এটা দেখা যাবে। এতে ফ্লিপ, ভার্টিক্যাল বা হরাইজন্টাল স্লাইড নানা রকম অপশন আছে।

নিচের ছবিতে দেখুন পুরা আসল বই উল্টানোর মত সুবিধা পাওয়া যাচ্ছে।

চাইলে দেখার সুবিধার জন্য থাম্বনেইল অপশন ব্যবহার করতে পারেন।

আপনি চাইলেই কোন একাউন্ট ছাড়াই মার্টভিউ'র ওয়েবসাইটের লাইব্রেরি থকে বই ডাউনলোঢ করতে পারবেন। আবার নিজের ইবুক আপলোডও করতে পারবেন।

আপনি একটু খেয়া করলে দেখবেন বইয়ের মধ্যে ছায়া আছে তাতে মূল বই পড়ার আমেজ পাওয়া যায়।

চমৎকার এই সফটওয়্য়ারটার একটা একিলিস হিল আছে। এটা পিডিএফ,ইপাব ছাড়া আর কোন ফরম্যাট সমর্থন করে না। সবচেয়ে বড় কথা এটা মোটেই মেমরি বান্ধব নয়। প্রচুর মেমোরি ব্যবহার করে। তারপরও এটা ইবুক পড়ার জন্য বিশেষ করে পিসিতে যারা আসল বইয়ের মত পাতা উল্টে বই পড়ার মজা নিতে চান তাদের কাজে আসবে।