Blogger Widgets

আপনার উইন্ডোজ কে বানিয়ে ফেলুন iPad আর উপভোগ করুণ iPad ar মজা!!

অ্যাপেল এ iPhone, iPod ও iPad সহ অন্যান্য পণ্য গুলো অনেক সুন্দর, তাছাড়া সেই সকল পণ্যে যে অপারেটিং সিস্টেম দেয়া থাকে তা আসলে মুগ্ধ করার মতই। আজকাল অনেকেই অ্যাপেল এর iPad পণ্য কিনে ফেলছেন বা কিনবেন সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু যারা গরিব (আমার মতো) তারা এই iPad নামক জিনিশটারে কেমন করে কিনবে? কিন্তু আজ আমি আপনাদের জন্য সেই ধরনের একটা আপ্লিকেশন নিয়ে উপস্থিত যা আপনার iPad ব্যবহার করার অনেক সাধ মিটিয়ে দিবে। আমি “নাবিল আমিন”  ভাইয়াকে ধন্যবাদ জানায় যে এই সিমুলাটর এর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন।
তাহলে আমারা iPad কিনতে পারবো না তো কি হয়েছে ব্যবহার তো করতে পারি তাইনা। তাহলে চলুন আগে আমার ডেক্সটপ টি আপনাদের দেখিয়ে দেই কেমন লাগছে আমার iPad ডেক্সটপ।

উপরের চিত্র দেখে নিশ্চয় বুঝে গেছেন যে আমি আপনাদের সাথে মশকরা করছি না iআসলে এই সিমুলাটর টি আমার অনেক ভালো লেগেছে এবং iPad ব্যবহার করার সাধ একটু নাহলেও মিটেছে

এই সিমুলাটর দিয়ে আপনি iPad এর প্রায় সকল এর প্রায় সকল আপ্লিকেশন ব্যবহার করা যাবে। তাই আপনি যা ইচ্ছা তাই করতে পারছেন এই সিমুলাটর দিয়ে। যেমনঃ ফেসবুক, গুগল প্লাস, টুঁইটার সহ আরও অনেক কিছু, ছবি এডিটিং করার জন্য রয়েছে অনলাইন ফটোশপ, গেমস খেলার জন্যেও রয়েছে বিভিন্ন গেমস। আরও বেশি প্রয়োজন হলে আছে Apps Store তাই নতুন কোন আপ্লিকেশন এর জন্য চিন্তা নাই।

আমি তো ব্যবহার করছি এখন আপনিও ব্যবহার যদি করতে চান তাহলে এক্ষনি আপ্লিকেশন টি ডাউনলোড করুণ ও উপভোগ করুণ অ্যাপেল iPad এর মজা। আর এই আপ্লিকেশন টি “Adobe AIR” সমর্থিত তাই এই আপ্লিকেশন ইন্সটল করার ঝামেলা নেই, শুধু এক্সট্রাক্ট করে নিয়ে iPadian.exe ফাইলের উপরে ক্লিক দিলেই কাহানী শুরু হয়ে যাবে।
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুণ।


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls